Home আন্তর্জাতিক ভারতে পাম অয়েল আমদানিতে উল্লম্ফন

ভারতে পাম অয়েল আমদানিতে উল্লম্ফন


বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের পাম অয়েল আমদানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। ভোজ্যতেলটির মজুদে ঘাটতি দেখা দেয়ায় মে মাসে দেশটি আমদানি দ্বিগুণ বৃদ্ধি করে। ভারতের সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন (এসইএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, গেল কয়েক মাসে ভারতে পাম অয়েলের মজুদ তলানিতে ঠেকেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পাম অয়েল পরিশোধনকারীরা ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। মজুদ পরিপূর্ণ করতে তাদের মাঝে পাম অয়েল ক্রয়ে আগ্রাসী প্রবণতা দেখা গেছে।
এসইএ জানায়, মে মাসে ভারতের পাম অয়েল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৯২ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি ৭ লাখ ৬৯ হাজার ৬০২ টন পাম অয়েল আমদানি করে।
একটি বৈশ্বিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুম্বাইভিত্তিক ডিলার জানান, জুনের চূড়ান্ত হিসাবেও আমদানি বৃদ্ধি পাবে। দেশটির বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল হতে শুরু করায় রেস্টুরেন্ট খোলার অনুমতি দেয়া হচ্ছে। এতে পাম অয়েলের চাহিদা ও ব্যবহার বাড়বে।
এসইএ জানায়, পাম অয়েলের পাশাপাশি বেড়েছে সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি। মে মাসে ভারত ২ লাখ ৬৭ হাজার ৭৮১ টন সয়াবিন তেল আমদানি করেছে। আমদানি গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৪৩ শতাংশ। এদিকে সূর্যমুখী তেল আমদানি ৩১ শতাংশ বেড়ে ১ লাখ ৭৫ হাজার ৭৫৯ টনে উন্নীত হয়েছে।
-দি ইকোনমিক টাইমস।