বিজিনেসটুডে২৪ ডেস্ক
মারুতি সুজুকি ব্র্যান্ডের গাড়ি প্রস্তুতকারি সংস্থা সুজুকি মোটর কোম্পানি ভারতে তাদের ব্যবসায় সম্প্রসারণ করেছে। বেশ কিছু বিদেশি সংস্থা ভারত থেকে তাদের ব্যবসা গুটানোয় সেই শূন্যস্থান দখল করছে হুন্ডাই মোটর।
ভারতের বিপুল সম্ভাবনাময় গাড়ির বাজারে নিজেদের আধিপত্য বিস্তারের পাশাপাশি রপ্তানি কেন্দ্র হিসাবে গুরুত্ব ক্রমেই বাড়ছে হুন্ডাই মোটরের কাছে।
দক্ষিণ কোরিয়ার বাইরে হুন্ডাই মোটরের দ্বিতীয় বৃহত্তম গাড়ি উৎপাদন কেন্দ্রের তালিকায় চলে এসেছে ভারত। গেল বছর গোটা বিশ্বে সংস্থাটির প্রতি চারটি গাড়ির মধ্যে একটি ভারতের কারখানায় তৈরি হয়েছে। এর ফলে চিনকেও উৎপাদনে পিছিয়ে দিয়েছে হুন্ডাইয়ের ভারতীয় কারখানা।
সম্প্রতি পরিসংখ্যান প্রকাশ করেছে হুন্ডাই মোটর ইন্ডিয়ার মালিক সংস্থাটি। আর তাতে দেখা যাচ্ছে গেল বছরে গাড়ি ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকল মিলিয়ে এ দেশে মোট ৬,৮২,০০০ গাড়ি তৈরি করেছে ভারতীয় শাখা সংস্থাটি।
শুধুমাত্র গাড়ি উৎপাদনে নয়, বিক্রির বিচারেও দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটির বৃহত্তম আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে ভারত। ঘরোয়া বাজার এবং রপ্তানিতে গেল বছর মোট ৬,৯১,৪০০টি (ঘরোয়া বাজারে ৫,১০,২৬০টি এবং রপ্তানি ১,৮১,২০০টি) গাড়ি বিক্রি করেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া।