বিজনেসটুডে২৪ ডেস্ক
আমেরিকান ফার্মা জায়ান্ট ফাইজার ভারতে তাদের কোভিড ১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য ডিসিজিআই (ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল)-এর কাছে আবেদন জানিয়েছে। ভারতে টিকা বিক্রির অনুমতিও চেয়েছে ফাইজার। ইতিমধ্যেই ব্রিটিশ যুক্তরাজ্য থেকে ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের বিষয়ে সবুজ সংকেত মিলেছে। আমেরিকান সংস্থা ফাইজার জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন প্রস্তুত করেছে।
ফাইজারের দাবি, তাদের ভ্যাকসিন করোনা সংক্রমণ রুখতে ৯৫ শতাংশ সক্ষম। ফাইজারের তরফে এবারই প্রথম ডিসিজিআইয়ের কাছে ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন জানানো হল। কোভিড ১৯ ভ্যাকসিন সরবরাহ ও বিক্রির অনুমোদন চেয়ে ৪ ডিসেম্বর ডিসিজিআইয়ের কাছে জানিয়েছে সংস্থাটি।
সূত্রের খবর, ট্রায়ালের ফলাফলে সন্তুষ্ট হলে ডিসিজিআই ভারতে ফাইজারের কোভিড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিতে পারে।
তবে ফাইজারের কোভিড ১৯ ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু ভারতের বিভিন্ন ছোট শহর ও গ্রামে কোল্ড স্টোরেজের ব্যবস্থা কতটা করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে।