Home দিল্লি ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু:৩,২৯৩ আক্রান্ত: ৩,৬০,০০০

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু:৩,২৯৩ আক্রান্ত: ৩,৬০,০০০

বিজনেসটুডে২৪ ডেস্ক

বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় যে বুলেটিন প্রকাশ করল তাতে দেখা যাচ্ছে একদিনে সর্বাধিক কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টায়। একদিনে মারা গেছেন তিন হাজার ২৯৩ জন। নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন তিন লক্ষ ষাট হাজার মানুষ। যা এ পর্যন্ত সর্বাধিক।

দৈনিক মৃত্যু এবং সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্রই। করোনার দ্বিতীয় ঢেউয়ে ১ দিনে প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। যা দৈনিক মৃত্যুর সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। পাশাপাশি, এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৩৫৮ জন।

মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮৯৫ জন কোভিড রোগী মারা গিয়েছেন। ৮৯৫ জনের মধ্যে অওরঙ্গাবাদ জেলায় সবচেয়ে বেশি ১৬২ জন মারা গিয়েছেন।

সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরল, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লি। যদিও দিল্লিতে মৃত্যু হার কিছুটা কমেছে।

কেরলে একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন তিরিশ হাজারের বেশি মানুষ। যা এ পর্যন্ত সর্বোচ্চ ।