মোঃনুরুজ্জামান হোসেন, হিলি থেকে: ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। ওপারের পাথর ব্যবসায়ীরা তাদের নানা সমস্যার কারণে রপ্তানি বন্ধ করে দিয়েছেন।
শনিবার সকাল থেকে পাথরবোঝাই কোন ট্রাক আসেনি হিলি স্থলবন্দরে। বিভিন্ন সূত্রে জানা যায়, প্রধানত ট্রাক ওভারলোডিং বন্ধ এবং পার্কিং চার্জ অস্বাভাবিক বৃদ্ধির কারণে পাথর রপ্তানি বন্ধ করে দেয়া হয়েছে। ট্রাকে ১৬ টনের অধিক পাথর পরিবহন করতে দেয়া হচ্ছে না। ইতিপূর্বে এই কড়াকড়ি ছিল না। অপরদিকে, ট্রাকের পার্কিং চার্জ ছিল ১০০ টাকা । সেটা একলাফে ৪০০ টাকা করা হয়েছে। এরফলে পাথর রপ্তানিতে পরিবহন ব্যয় প্রচুর বৃদ্ধি পেয়েছে। তাতে রপ্তানিকারকরা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন। কারণ, আগের রেটের এলসি’তে রপ্তানি করতে হচ্ছে। তাছাড়া, ঐ দু’কারণে এপারে আসার পর পাথরের যে কস্টিং দাঁড়াবে তাতে এপারের ব্যবসায়ীরা আমদানি করবেন না। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আমদানি হওয়া পাথর কম দামে দেশের উত্তরাঞ্চলে পাওয়া যাবে।
ভারতের রপ্তানিকারকদের সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গত কয়েকদিনের আলোচনায় কোন সুরাহা হয়নি। এ অবস্থায় শনিবার সকাল থেকে পাথর রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে, কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনা এখনও চলছে। দিন দুয়েকের মধ্যে সমাধান হবে বলে তারা আশা করছেন।
হিলি দিযে আমদানি হওয়া পাথর দেশের বিভিন্ন প্রকল্পে ব্যবহার হয়।