Home Second Lead ভারত-মিয়ানমার কোস্টাল শিপিং চুক্তি চূড়ান্ত

ভারত-মিয়ানমার কোস্টাল শিপিং চুক্তি চূড়ান্ত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারত-মিয়ানমার কোস্টাল শিপিং চুক্তি চূড়ান্ত হয়েছ।

গত ৫ অক্টোবর ভারতের সেনা প্রধান জেনালরেল এম এম নারাভান এবং পররাষ্ট্র সচিব হর্ষ শ্রিংলার সফরকালে চুক্তি চূড়ান্ত হয়েছে।

রাষ্ট্রীয় ‍উপদেষ্টা অং সান সুকির সাথে বৈঠক অনুষ্ঠিত হয় তাদের।

মিয়ানমারের সাধারণ ভোটের আগে চুক্তিটি কার্যকর হবে।

চুক্তির আওতায় ভারতের জাহাজ কালাদান বন্দর ও সিটওয়ে হয়ে মিজোরাম পর্যন্ত যেতে পারবে।

 কালাদান মাল্টি-মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দরকে সংযুক্ত করবে মায়ানমারের রাখাইন রাজ্যে সিটওয়ে সমুদ্র বন্দরের সঙ্গে।

ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা বন্দর থেকে মায়ানমারে এবং পাশাপাশি মায়ানমারের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে জলপথ ও সড়কপথের মাধ্যমে পণ্য দ্রব্য আনা-নেওয়ার জন্য বহুমুখি এক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। এর মাধ্যমে ভারত মায়ানমার সীমান্তের মিজোরাম রাজ্য মায়ানমারের সিটওয়ের সাথে যুক্ত  ।