Home Uncategorized ভারত-শ্রীলঙ্কা টার্মিনাল চুক্তি বাতিল

ভারত-শ্রীলঙ্কা টার্মিনাল চুক্তি বাতিল

ছবি: সংগৃহীত

কলম্বো: দেশজোড়া বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত ভারতের সঙ্গে কলম্বো বন্দর সংলগ্ন টার্মিনাল চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা সরকার।

২০১৯-এ কলম্বো বন্দরের পূর্বে একটি টার্মিনাল গড়ার জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছিলেন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্ষে। চুক্তির তৃতীয় পক্ষ ছিল জাপান। ঠিক হয় প্রস্তাবিত টার্মিনালের ৪৯ শতাংশ শেয়ার ভারত ও জাপানের হাতে থাকবে। বাকি অংশের মালিকানা পাবে শ্রীলঙ্কা সরকার। তারাই টার্মিনাল নিয়ন্ত্রণ করবে।

প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল গুজরাটের আদানি গোষ্ঠী। এর বিরুদ্ধে প্রতিবাদে নামে সেদেশের ২৩টি শ্রমিক সংগঠন। সাধারণ মানুষের একাংশ বন্দরে ভারতীয় অংশীদারিত্বের বিরোধিতায় সরব হন। শ্রীলঙ্কা সরকার ও প্রশাসনের অন্দরেও চুক্তি নিয়ে আপত্তি ওঠে। মঙ্গলবার চুক্তি বাতিলের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক