Home Uncategorized ভারসাম্য রাখতে না পেরে জেটিতে জাহাজ কাত

ভারসাম্য রাখতে না পেরে জেটিতে জাহাজ কাত

চট্টগ্রাম: কন্টেইনার লোড করার সময় ভারসাম্য রাখতে না পেরে চট্টগ্রাম বন্দর জেটিতে হেলে পড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘ওইএল হিন্দ’।

বন্দর কর্মকর্তারা জানান,  রবিবার সকালে ১১ নম্বর জেটিতে ‘ওইএল হিন্দ’ জাহাজে কন্টেইনার লোড করা হচ্ছিল। ৯৬৪ টিইইউস কন্টেইনার নিয়ে জাহাজটি  বিকেলে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল সাতটার দিকে হঠাৎ  জেটির দিকে  ৮থেকে ১০ ডিগ্রি কাত হয়ে হেলে পড়ে জাহাজটি।

বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, কন্টেইনার লোড করার সময় ভারসাম্য রক্ষা না হওয়ায় জাহাজটি ৮ডিগ্রী কাত হয়ে গেছে। ভারসাম্য ফিরিয়ে আনতে জাহাজের ওপর থেকে কিছু কন্টেইনার নামিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।  সমুদ্রে চলাচল উপযোগী রিপোর্ট পাওয়ার পর সেটিকে বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে।

জাহাজে কন্টেইনার লোড করার জন্য পণ্যভর্তি ও খালি কন্টেইনার সাজিয়ে রেখে ভারসাম্য রক্ষা করা হয়। জাহাজের মাস্টার বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করে থাকেন।