ভালুকা ( ময়মনসিংহ ) থেকে মো. ইজাজ সরকার: মেহেরাবাড়ির কলেজ ছাত্র মো. সাঈম খান ( ১৮ )কে হত্যার ঘটনায় প্রধান আসামি আমান উল্লাহ ( ৪৮ ) কে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করেছে ৬ জুলাই রাতে।
জানা যায়, ধৃত আসামী আমান উল্লাহ ঘটনার অন্তরালে থেকে কিশোর গ্যাং-এ নেতৃত্বে থাকা তার ছেলে সাব্বিরকে বিভিন্ন অপকর্মে সহযোগীতা করত। এরই ধারাবাহিকতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সাঈমকে হত্যার জন্য আসামী এবং তার সহযোগীরা পূর্ব থেকে ঘটনাস্থলে ওঁৎপেতে ছিল। আমান উল্লার নির্দেশে তার ছেলে মো. সাব্বির কৌশলে সাঈম খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামী সাব্বির ও সোহাগ এর বাড়ীর মধ্যবর্তী স্থানে কাঁচা রাস্তার উপর উপর্যুপরি ছুরিকাঘাত করে । ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাঈম খানের।
আলোচ্য মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে সারোয়ার,সোহাগ, ও সাব্বির।