শরীফ আস্-সাবের
বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির আকাশ থেকে ঝরে পড়ল আরও একটি উজ্জ্বল নক্ষত্র – চলে গেলেন বাংলা একাডেমীর মহাপরিচালক, প্রথিতযশা কবি, অনুবাদক ও প্রাবন্ধিক হাবীবুল্লাহ সিরাজী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার (২৪ মে) রাত ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বপ্নচারী, কুশলী লেখক হাবীবুল্লাহ সিরাজীর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২। এছাড়া উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, প্রবন্ধ, স্মৃতিকথা মিলিয়ে অর্ধ শতাধিক গ্রন্থের লেখক তিনি যার মধ্যে ‘দাও বৃক্ষ দাও দিন’, ‘মোমশিল্পের ক্ষয়ক্ষতি’, ‘মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ’, ‘নোনা জলে বুনো সংসার’, ‘সিংহদরজা’, ‘বেদনার চল্লিশ আঙুল’, ‘কতো কাছে জলছত্র’, ‘কতোদূর চেরাপুঞ্জি’, ‘সারিবদ্ধ জ্যোৎস্না’, ‘বিপ্লব বসত করে ঘরে’, ‘কাদামাখা পা’, ‘যমজ প্রণালী’ উল্লেখযোগ্য। হাবীবুল্লাহ সিরাজী একুশে পদক ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারসহ দেশী-বিদেশী অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
তাঁর সাথে আমার সবশেষ দেখা ২০২০ সালের ৪ঠা ফেব্রুয়ারি, মঙ্গলবার, সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আমার কবিতার বই ‘বিবর্ণ বর্ণমালা’ এর প্রকাশনা উৎসবে। বন্ধুবর কবি কামাল চৌধুরীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি বইমেলার চরম ব্যস্ততা সত্ত্বেও হাজির হয়েছিলেন আমার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে। তাঁর বক্তব্যে তিনি চমৎকার করে কবিতার রকম ও সৌন্দর্যের ব্যখ্যা দেন এবং প্রবাসী লেখকদের প্রতি কাব্যচর্চা চালিয়ে যাওয়ার আহবান জানান। সব শেষে তিনি স্বতঃস্ফূর্তভাবে ‘বিবর্ণ বর্ণমালা’ থেকে উপস্থিত সবাইকে আমার একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলেন যা আমি কৃতজ্ঞচিত্তে মনে রাখবো আজীবন।
আমি কায়মনোবাক্যে কবি হাবিবুল্লাহ সিরাজীর আত্মার মাগফিরাত কামনা করছি। ভালো থাকুন ওপারে, সুপ্রিয় সিরাজী ভাই।