বিজনেসটুডে২৪ ডেস্ক
ইন্দোনেশিয়া তাদের আচেহ প্রদেশের উপকূলে সমুদ্রে ভাসমান রোহিঙ্গা শরণার্থীভর্তি নৌকা তীরে ভিড়ার অনুমতি দিয়েছে। ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার অনুরোধে মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। ভাসমান নৌকাটিতে অন্ততঃ ১২০ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এদের অধিকাংশ মহিলা এবং শিশু। নৌকাটি ছিদ্র হয়ে গেছে এবং যে কোন সময়ে ডুবে যেতে পারে বলে স্থানীয় জেলেরা আশঙ্কা করেছেন।