নোয়াখালী: ভাসানচরে থানা স্থাপন করার ফলে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে নোয়াখালীর ভাসানচরে নবনির্মিত পাঁচতলা ভবন বিশিষ্ট ভাসানচর থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
নবনির্মিত ভাসানচর থানায় একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৬ জন নারীসহ মোট ২০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এ এলাকায় থানা স্থাপনের ফলে ভাসানচরে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে ও তাদের মধ্যে বিদ্যমান কোনো সমস্যা থাকলে তা নিরসন করবে। পাশাপশি আরো রোহিঙ্গা আসতে উদ্বুদ্ধ হবে। এ ছাড়া রোহিঙ্গারা চলে গেলেও শান্তি স্থাপনে এ থানা ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন ও নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর।
-বিজনেসটুডে২৪ ডেস্ক