Home First Lead ভিড়ে ঠাসা সৈকতের বুড়ো আঙুল করোনা ত্রাসকে

ভিড়ে ঠাসা সৈকতের বুড়ো আঙুল করোনা ত্রাসকে

লোকে লোকারণ্য পতেঙ্গা সৈকত। ভাইরাস সংক্রমণের আশংকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন জনসমাগম ছিল প্রতিদিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: পৃথিবীজুড়ে করোনাভাইরাস আতঙ্ক। বাংলাদেশেও সে  আতঙ্ক। নানা সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ভিড় এড়াতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পতেঙ্গা সৈকতে ঢল মানুষের। কোন সতর্কতাই যেন পাত্তা দিচ্ছে না পতেঙ্গা সৈকতের ভিড়। লোকে লোকারণ্য। কেবল মানুষ আর মানুষ। নানা বয়সের মানুষের ভিড়। দুপুরের পর বৃদ্ধি পেতে থাকে।

শুক্রবার, শনিবার তো তিল ধারনের ঠাই থাকে না। যেদিকে চোখ যায় পিঁপড়ের মত মানুষ। বন্দর নগরী এবং আশেপাশের মানুষ তো আছেই, বিভিন্ন জেলা থেকে আসে পিকনিক পার্টি। গাড়ি ভরে দলে দলে আসে। প্রকৃতিপ্রেমীরা নগরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে এখানে আসেন বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে। বাংলাদেশ নেভাল একাডেমী এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পতেঙ্গা সৈকত।

পতেঙ্গা সৈকত থেকে সূর্যাস্ত

নতুন করে সাজানো হয়েছে পতেঙ্গা সমুদ্রসৈকত। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সিটি আউটার রিং রোড প্রকল্পে ৫ কিলোমিটার এলাকাজুড়ে সৌন্দর্যবর্ধন করেছে। বসার স্থান, হাঁটার পথ  করা হয়েছে। তারপর থেকে বহুগুণে বেড়ে গেছে দর্শনার্থীদের ভিড়।

ধুলাবালির মধ্যে বিক্রি হচ্ছে কাকড়া, চিংড়ি। দর্শণার্থীরাও অবাধে গিলছে, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কোন নজরদারি নেই।