বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান নূরুল হক নূর।
এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর মৎস ভবন থেকে নূরসহ কয়েকজনকে বিক্ষোভ মিছিল থেকে বিশৃঙ্খলা চেষ্টার অভিযোগে আটক করা হয়। এরপর তাদের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, নূরসহ ৪ জনকে ডিবি পুলিশ হাসপাতালে নিয়ে আসে। নূরুর বুকে, কোমরসহ কয়েক জায়গায় এক্সরে করা হয়েছে। তার অবস্থা ভালো আছে। তাদেরকে ভর্তি রাখার প্রয়োজন হয়নি। অপর একজনের মাথায় একটু আঘাত আছে, তাকে নিউরোসার্জারি বিভাগে দেখানো হয়েছে।
ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান, নূরের একটু হাপানি সমস্যা ছিল আগে থেকেই। এজন্য তাকে হাসপাতালে আনা হয়েছিল।
এদিকে, নূরুসহ নেতৃবৃন্দের উপড়ে মিথ্যা মামলা হামলা ও আটকের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসুচি ঘোষণা দিয়েছে ভিপি নুরের সমর্থকরা।
ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ঢামেক হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে প্রেসক্লাবের সামনে মঙ্গলবার ১১টায় বিক্ষোভ করা হবে।