Home শিক্ষা ভিসির পদত্যাগ দাবিতে অনশনে শাহজালালের শিক্ষার্থীরা

ভিসির পদত্যাগ দাবিতে অনশনে শাহজালালের শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবিতে তাঁর বাসভবনের সামনে বুধবার বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি পালন করছেন্ ৯ জন ছাত্রীসহ মোট ২৪ জন এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে,  সারা দিন তারা বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ দিন স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা তাদের সঙ্গে দেখা করেন। পরে উপাচার্যের সঙ্গে আওয়ামী লীগ নেতারা সাক্ষাৎ করে আলোচনার আহ্বান জানালে তারা সেই আহ্বান ফিরিয়ে দেন। তারা জানান, উপাচার্যের পদত্যাগ না হলে কোনো আলোচনায় তারা বসবেন না।

মঙ্গলবার দিবাগত সারা রাত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে আজ সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে তারা আন্দোলন অব্যাহত রাখেন।উপাচার্যের পদত্যাগ দাবি ছাড়াও অন্য দাবিগুলো হল- শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ, তাদের বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ক্যাম্পাস অনির্দিষ্টকাল বন্ধের সিদ্ধান্ত বাতিল।

অসদাচরণের অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ শিক্ষার্থীদের তিন দফা দাবিকে কেন্দ্র করে  উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ হয়। বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। সোমবার রাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে ৩০০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করে পুলিশ।