Home Second Lead ভিসির পদত্যাগ দাবিতে অনড় শাবির শিক্ষার্থীরা

ভিসির পদত্যাগ দাবিতে অনড় শাবির শিক্ষার্থীরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। শনিবার রাতে সোয়া এক ঘণ্টাব্যাপী বৈঠকে কোন সমাধান আসেনি।

শিক্ষামন্ত্রীসহ আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষ থেকে অনশন ভাঙার প্রস্তাব আসলে শিক্ষার্থীরা সময় চান। সেই সঙ্গে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শিক্ষামন্ত্রী আন্তরিকভাবে শিক্ষার্থীদের সকল কথা শুনেছেন। তারপর শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন প্রশাসনিকভাবে কিংবা একাডেমিকভাবে কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হবে না। তাদের সকল দাবিদাওয়া আলোচনার মাধ্যমে মেনে নেওয়া হবে জানিয়ে অনশন ভাঙার কথা বলেন। তখন শিক্ষার্থীরা রবিবার সকাল পর্যন্ত সময় চান।’

তিনি বলেন, ‘সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়। বৈঠকের পর রাতে শিক্ষার্থীরা আমাকে জানান তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে অনলাইনে আলোচনায় বসতে চান। এর প্রেক্ষিতে রাত সাড়ে ১২টার দিকে আমরা বিশ্ববিদ্যালয়ে আসি। প্রায় সোয়া এক ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন শিক্ষামন্ত্রী।’

অপরদিকে বৈঠক সূত্রে জানা যায়, আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের পদত্যাগের জোর দাবি জানালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন- গত চার বছর উনি বিশ্ববিদ্যালয় ভালো চালিয়েছেন। তাই দ্বিতীয় মেয়াদে উনাকে দায়িত্ব দেওয়া হয়। তবে মানুষ হিসেবে ভুল হতেই পারে। সে ক্ষেত্রে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পদত্যাগই একমাত্র সমাধান না। তবে শিক্ষার্থীরা এক দফা এক দাবিতে অনড় থাকেন।

পরে শিক্ষামন্ত্রী রবিবার দুপুর একটার সময় তার সঙ্গে যোগাযোগ করার কথা বলেন এবং দাবিগুলো লিখিত আকারে দিতেও বলেন।