Home আন্তর্জাতিক ভিয়েতনামের রপ্তানি আয় বেড়েছে

ভিয়েতনামের রপ্তানি আয় বেড়েছে

বিজনেসটুডে২৪ ডেস্ক

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ১৩ হাজার ৯৪ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে ভিয়েতনাম। এটা আগের বছরের তুলনায় বার্ষিক ৩০ দশমিক ৭ শতাংশ বেশি। এক্ষেত্রে দেশীয় খাত ৩ হাজার ৩০৬ কোটি ডলার এবং অপরিশোধিত জ্বালানি তেলসহ এফডিআই খাত ৯ হাজার ৭৮৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় দেশীয় ও এফডিআই খাতের রপ্তানি যথাক্রমে ১৬ দশমিক ৬ শতাংশ এবং ৩৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময়কালে ২২টি পণ্যের রপ্তানি মূল্যই শতকোটি ডলারের বেশি ছিল। তাছাড়া এ পণ্যগুলো ছিল দেশটির মোট রপ্তানির ৮৭ দশমিক ৩ শতাংশ।

ভারী শিল্পজাত পণ্য ও খনিজের রপ্তানি প্রায় ৭ হাজার ৭০ কোটি ডলারে পৌঁছেছে। এটা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি। এরপর হালকা শিল্প ও হস্তশিল্পের রপ্তানি ৩৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৩২ কোটি ডলার এবং কৃষি ও বনজ পণ্যের রপ্তানি ১৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৬৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। এছাড়া সামুদ্রিক পণ্যের রফতানি ১২ শতাংশ বেড়ে ৩২৪ কোটি ডলারে পৌঁছেছে।

জানুয়ারি-মে সময়কালে ভিয়েতনামের বৃহত্তম প্তানি বাজার ছিল যুক্তরাষ্ট্র। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি থেকে যুক্তরাষ্ট্র ৩ হাজার ৭৬০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। এটা গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ দশমিক ৮ শতাংশ বেশি। ভিয়েতনাম থেকে পণ্য আমদানিতে দ্বিতীয় বৃহত্তম দেশ ছিল চীন। এ সময়কালে দেশটি ২ হাজার ১০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।

এরপর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ানভুক্ত দেশগুলো। ভিয়েতনাম থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্য আমদানি ২০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৬১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোয় ২৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ১৫০ কোটি ডলারে পৌঁছেছে। কেবল মে মাসেই ভিয়েতনাম ২ হাজার ৬০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এটা আগের মাসের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম।

-ভিয়েতনাম টাইমস।