বিজনেসটুডে২৪ প্রতিনিধি
জয়পুরহাট: ভুট্টাচাষে লাভ বেশির আশায় পাঁচবিবি উপজেলা কৃষকেরা ঝুকেছেন ভুট্টা চাষে। উপজেলা প্রায়ই সকল মাঠেই এখন ভুট্টাচাষের এক বিপ্লব ঘটে গেছে। এতে মাত্রাতিরিক্তভাবে কমে গেছে রবি মৌসুমের এই এলাকার সবজি তেল বীজ ও ডাল জাতীয় ফসলের চাষ।
উপজেলার আওলাই, কুসুম্বা, আটাপুর, বালিঘাটা, ধরঞ্জী, বাগজানা, আয়মা রসুলপুর, মোহাম্মদপুর ও পৌরসভাসহ বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায় অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টা ক্ষেতগুলোর কোনটিতে ভুট্টার মোচার ফুল হয়েছে। কোনটা মাঝারি ও কোন ক্ষেতের ভুট্টা গাছগুলো ছোট ছোট। দূর থেকে যে কোনো মাঠের দিকে তাকালে শুধু ভুট্টা ক্ষেত নজরে পড়ছে।
ভুট্টার উচ্চ ফলনশীলতার জাতের ভিন্নতা ও রোপণের সময়কালের পার্থক্যের কারণে কোন ক্ষেতের ভুট্টার মোচা বের হচ্ছে। আবার কোন কোন ক্ষেতে ভুট্টার চারাগুলো অপেক্ষাকৃত ছোট। জানা গেছে, এ অঞ্চলের প্রধান ফসল ধান চাষ। আর রবি মৌসুমে বোরো ধান, তিল, সরিষা, মসুর নানা ধরনের সবজি চাষ হতো। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কয়েক বছর ধরে লোকসানের কারণে ধান চাষে তারা আগ্রহ হারিয়েছেন।
তারা আরো বলেন, চারা অবস্থায় নিয়মিত পরিচর্যা না করলে ক্ষেত কীটপ্রতঙ্গের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার পাটাবুকা গ্রামের ভুট্টাচাষী হাসান জানান, গত কয়েক বছর ধরে ভুট্টা চাষে লোকসান গুনছেন তিনি। তবে এখন লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে।