রাতারাতি যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সেলিব্রেটি হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের এক অজ পাড়া গ্রাম থেকে কাঁচা বাদাম (Kacha Badam) গান গেয়ে তিনি সেলিব্রেটি হয়ে উঠেছেন। তবে বর্তমানে তার গানের কপিরাইট অন্য জনের হাতে চলে যাওয়ার কারণে তার অবস্থা শোচনীয়। এই নিয়ে তিনি পুলিশ এবং আদালতের দ্বারস্থ হয়েও কোন লাভ ওঠাতে পারেননি। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছিল তিনি নাকি ফের বাদাম বিক্রির ব্যবসায় নামবেন।
ভুবন বাদ্যকর ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে ওঠার পর বিভিন্ন জায়গা থেকে গানের জন্য ডাক পাচ্ছিলেন। বিভিন্ন জায়গা থেকে গানের জন্য ডাক পাওয়ার পাশাপাশি রিয়েলিটি শো থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকেও রোজগারের সুযোগ পাচ্ছিলেন। আর এই সকল রোজগার এবং সুযোগ তার প্রতিপত্তি বৃদ্ধি করতে সাহায্য করে। নিজের গ্রামেই তৈরি করান একটি সুন্দর অট্টালিকা।
তবে দিন কয়েক পর দেখা যায় গ্রামের মানুষদের কয়েকজন তাকে চাঁদা নিয়ে জুলুম শুরু করেন। এমন পরিস্থিতিতে ভুবন বাদ্যকর গ্রামের বাড়ি ছেড়ে দুবরাজপুরে থাকা শুরু করেন। কিন্তু দুবরাজপুরে আসার পরই তার জৌলুস আস্তে আস্তে কমতে দেখা যায়। এরই মধ্যে কপিরাইট সংক্রান্ত বিভিন্ন ঘটনা ঘটে যায়। এরকম পরিস্থিতিতে সত্যিই আর্থিক সংকটের মধ্যে পড়েন বাদাম কাকু।
আর্থিক অনটনের মধ্যে পড়ার পর বাদাম কাকু সিদ্ধান্ত নেন ফের নিজের গ্রামে ফিরে যাওয়ার। বর্তমানে তিনি নিজের গ্রামেই রয়েছেন এবং সেখানে থেকেই নিজের সংসার চালাতে চান। এরই মধ্যে শোনা যাচ্ছিল তিনি নাকি নিজের বাড়ি থেকেই বাদাম বিক্রি করার ব্যবসা ফের একবার শুরু করতে চলেছেন। শোনা যাচ্ছিল, সংসার চালাতেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে এই যাবতীয় দাবি খারিজ করেছেন তিনি।
এই বিষয়ে ভুবন বাদ্যকর জানিয়েছেন, তিনি আর বাদাম বিক্রি করবেন না অথবা বাদাম বিক্রি করতে চান না। তিনি গানের সঙ্গেই যুক্ত থাকতে চান। এর পাশাপাশি তিনি দাবী করেছেন, এখনো তিনি বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছেন আর সেই সকল ডাক পাওয়ার পরিপ্রেক্ষিতে ফের বাদাম বিক্রি করার মতো কোনো প্রশ্নই ওঠে না।