Home আন্তর্জাতিক ভুমিকম্পের চতুর্থ দিনে জীবিত শিশু উদ্ধার

ভুমিকম্পের চতুর্থ দিনে জীবিত শিশু উদ্ধার

বিজনেসটুডে২৪ ডেস্ক:

ভূমিকম্পে বিপর্যস্ত ইজমিরের বেরাকলি শহরের একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে চতুর্থ দিনে আইদা নামে তিন বছর বয়সী এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আশ্চর্যজনক খবরটির টুইট করে নিশ্চিত করেছেন শহরের মেয়র টুন্ক সোয়ের।

প্রাথমিকভাবে মেয়র সোয়ের জানিয়েছিলেন, আইদার বয়স চার। কিন্তু পরে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারেন্তিন কোকে জানিয়েছেন, শিশু মেয়েটির বয়স তিন।

নিরাপদ উপায়েই তাকে উদ্ধার করা হয়েছে। ফয়েল দিয়ে মুড়িয়ে তাকে বের করে আনা হয়। উদ্ধারের পর পরই শিশুটি তার মাকে ডাকছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এএফপি’র এক ফটো সাংবাদিক।

আইদাকে উদ্ধার করে আনার মুহূর্তে জড়ো হওয়া মানুষজন আনন্দে ফেটে পড়েন। একে-অপরের সঙ্গে কোলাকুলি করেন। কারও কারও চোখে আনন্দ অশ্রুও দেখা যায়।

উদ্ধারকর্মীরা জানান, সোমবার রাতের দিকে তারা বুঝতে পারেন যে, ভবনটির ধ্বংসাবশেষের নিচে জীবিত কেউ আছে। এরপর তারা উদ্ধারকাজ শুরু করেন। যখন উদ্ধারকাজ চলছিল, শিশুটি ‘আমি এখানে’ বলে সারা দেয়।