Home আন্তর্জাতিক ভূমিকম্পে তুরস্কে মৃত্যু বেড়ে ১০০

ভূমিকম্পে তুরস্কে মৃত্যু বেড়ে ১০০

বিজেনেসটুডে২৪ ডেস্ক:

তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০ হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি। ৭ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন ৯৯৪ জন মানুষ। এর মধ্যে ১৪৭ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন বলে এএফএডি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান নগরীতে ২০১১ সালে ভয়াবহ আরেকটি ভূমিকম্প কেড়ে নিয়েছিল ৫ শতাধিক মানুষের প্রাণ। আর এ বছর জানুয়ারিতে পূর্বাঞ্চলীয় এলজিগ প্রদেশে ভূমিকম্পে ৪১ জন নিহত হয়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, শুক্রবার ওই ভূমিকম্পের পর মোট ১৪৬৪ বার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ৪৪টি ভূ-কম্পনের মাত্রা ছিল ৪ এর ওপরে।

ভূতাত্ত্বিক চ্যুতি থাকার কারণে তুরস্কের উপকূল ভূমিকম্প প্রবণ; ১৯৯৯ সালে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

এবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল সামোসের উত্তর পূর্বে এজিয়ান সাগরে।