বিজনেসটুডে২৪ ডেস্ক: মঙ্গলবার সকালের ভূমিকম্পে তিব্বতে মৃতের সংখ্যা কমপক্ষে ৯৫। চিনের রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিব্বতে ৭.১ রিখটারের ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এই এলাকা ভূমিকম্পপ্রবণ। প্রায়ই এখানে ভারতীয় ও ইউরেশিয় প্লেটের সংঘর্ষে কম্পন হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিকর ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।