Home আন্তর্জাতিক পরপর ছ’বার কম্পনে দুমড়ে মুচড়ে গেছে মিয়ানমার

পরপর ছ’বার কম্পনে দুমড়ে মুচড়ে গেছে মিয়ানমার

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: শুক্রবার একদিনে পর পর ছ’বার কেঁপে উঠেছে মিয়ানমার।  প্রতিবেশী দেশটির সবচেয়ে জোরালো ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। আর তার জেরেই প্রায় দুমড়েমুচড়ে গিয়েছে দেশের বড় অংশ। সেখানে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪৪।

ছবি সংগৃহীত

কম্পন অনুভূত হয়েছে উত্তর থাইল্যান্ডেও। রাজধানী ব্যাঙ্ককে মেট্রো এবং রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী পায়েটংটার্ন শিনাবাত্রার শুক্রবার ফুকেতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সরকারি সফর তিনি বাতিল করে প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তার পরেই  রাজধানী ব্যাঙ্ককে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়। ওই শহরে একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে আট জনের মৃত্যু হয়েছে।

চিনের ইউনান প্রদেশেও অনুভূত হয়েছে কম্পন। চিনের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৭.৯। তবে চিনে কেউ হতাহত হননি। শুক্রবার কম্পন অনুভূত হয়েছে রাজধানী ঢাকা, চট্টগ্রামেও। কলকাতা, মণিপুরের একাংশেও  কম্পনের মাত্রা ছিল ৪.৪। আফটারশকের জেরে কেঁপেছে ভিয়েতনামও।

ভূমিকম্প অবশ্য মায়ানমারে নতুন নয়। ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সে দেশে সাত বা তার বেশি মাত্রার ছ’টি ভূমিকম্প হয়েছিল। মায়ানমারের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত রয়েছে সাগাইং চ্যুতিরেখা। প্রায়ই ভূ-আন্দোলনের কারণে ভূমিকম্প হয় এই দেশে।