Home Second Lead রাজধানীসহ বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

রাজধানীসহ বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আজ (৫ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য থেকে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরে ১০ কিলোমিটার গভীরে। সোমবার সকাল ৯টা ২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি, ভূ-সমতাল থেকে ১০ কিলোমিটার গভীরে।
ওই এলাকা ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, টেকনাফ থেকে ৩১৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বরিশাল থেকে ৩৪৯ কিলোমিটার দক্ষিণে।

এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।