Home সারাদেশ ভূষণছড়া ইউনিয়নে বিট পুলিশিং সভা

ভূষণছড়া ইউনিয়নে বিট পুলিশিং সভা

বিট পুলিশিং
রাঙামাটি থেকে শাকিল মন্ডল: বরকল উপজেলায় ভূষনছড়া ইউনিয়নে  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বরকল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাছির উদ্দীনের দিন নির্দেশনায়  ভূষনছড়া বাজার  প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বরকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনব  সানজিদ আহমেদ বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন এসআই ইকবাল বাহার, এসআই ফরহাদ, এএসআই সিরাজুল, এএসআই কৃতিবিকাশ ত্রিপুরা, ভূষনছড়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ভূষনছড়া ইউনিয়নে ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল।