বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খুলনা: জেলি মিশ্রিত ৮০ কেজি চিংড়ি জব্দ করেছে র্যাব-৬ সদস্যরা। সোমবার পূর্ব রূপসা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরমধ্যে পূর্ব রূপসার ভাই ভাই মৎস্য আড়তে জেলিমিশ্রিত ৫০ কেজি পাওয়ায় তাদের ৮০ হাজার টাকা এবং সাথী ফিসে জেলিমিশ্রিত ৩০ কেজি চিংড়ি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে সর্বমোট ৮০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চিংড়িতে অপদ্রব্য বন্ধে র্যাব কাজ করছে। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।