Home First Lead ভেন্টিলেশন সাপোর্টে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

ভেন্টিলেশন সাপোর্টে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

মোহাম্মদ নাসিম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। ৭২ ঘন্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নিবেন। শনিবার (৬ জুন) সাংবাদিকদের এ কথা জানান তার ছেলে তানভির শাকিল জয়। নাসিমের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন আছেন মোহাম্মদ নাসিম । শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার ভোরে স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে সাবেক এ স্বাস্থ্যমন্ত্রীর অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয় বলেও জানান চিকিৎসকরা।

মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচারের পর ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানান চিকিৎসকরা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শুক্রবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়ের সঙ্গে । সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী।

১ জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন।