বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ভোজ্য তেলের বাজার নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আজ বুধবার দুপুরে রিফাইনারি মালিকদের সাথে বৈঠক। অধিদফতরের প্রধান কার্যালয়ে মিলমালিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
মূলত ভোজ্য তেল পরিশোধনকারী বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, টি কে গ্রুপ, এস আলম গ্রুপসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ডাকা হয়েছে। এই চার প্রতিষ্ঠান গত ৩০ মার্চ এ বিষয়ে ভোক্তা অধিকারকে নিজেদের ব্যাখ্যা জানিয়েছিল। তবে সে ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি অধিদফতর।
এ বিষয়ে ভোক্তা অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা চাচ্ছি ভোজ্য তেলের বাজারে শৃঙ্খলা ফিরে আসুক। মিল, পাইকারি এবং খুচরা পর্যায়ে নানাভাবে ভোজ্য তেল নিয়ে সিন্ডিকেট করা হয়। আমরা এই সিন্ডিকেট ভাঙতে চাই। মিল থেকে ভোজ্য তেল বিক্রির সময় সেলস অর্ডার বা এসওতে মূল্য লেখা থাকে না। এতে করে যারা এসও কেনে তারা বেশি দামে পাইকারি ব্যবসায়ীদের কাছে এসও বিক্রি করে। আবার পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে খুচরা ব্যবসায়ীদের কাছে। এভাবে কয়েক হাত ঘুরে সয়াবিনের দাম বেড়ে যাচ্ছে।