Home First Lead ভোজ্য তেলের দাম লিটারে ২ টাকা কমবে

ভোজ্য তেলের দাম লিটারে ২ টাকা কমবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ভোজ্য তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন দেশের তেল ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকশী জানান, বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেশের তেল ব্যবসায়ীদের একটি বৈঠক হয়। বৈঠকে ভোজ্য তেলের দাম (সয়াবিন ও পাম অয়েল) লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। যা অবিলম্বে কার্যকর করা হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন বলে জানান তিনি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যানে দেখা যায়, গত এক মাসে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ। বুধবার (২১ অক্টোবর) প্রতি লিটার বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৪ টাকায়। এক সপ্তাহ আগেও যা ছিল ৮২ থেকে ৯৩ টাকা। আর এক মাস আগে ছিল ৮২ থেকে ৮৭ টাকা লিটার।