চট্টগ্রাম: সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শনিবার (০৬ ডিসেম্বর) বিকালে স্থানীয় ফইল্যাতলী বাজারস্থ দক্ষিণ কাট্টলী প্রাণহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
জনসম্পৃক্ত দলকে কেউ পরাজিত করতে পারে না উল্লেখ করে রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকার বিজয় মানে জনতার বিজয়। জনতার বিজয় কেউ ছিনিয়েও নিতে পারে না। ৯৪ এর সিটি মেয়র নির্বাচনে চট্টগ্রামের মানুষ তা প্রমান করেছে। ভোটারদের বোঝাতে হবে আওয়ামী লীগ ও নৌকার বিজয় হলে জনগণের কল্যাণ হয়, উন্নয়ন হয়।
১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক ইসমাইলের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মিয়া সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহিদুল আমীন, সাবেক ছাত্রনেতা ১১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এরশাদুল আমীন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর, ওয়ার্ড আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক আলী আফসার, কেন্দ্র কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল বশর, হাজী শামসুল আলম চৌধুরী, বাহার আলম, এমদাদুল হক ভুঁইয়া, আখতারুজ্জামান চৌধুরী, কেন্দ্র কমিটির সদস্য সচিব রেজাউল করিম ভুট্টু, খোকন দেবনাথ, হাসান সওদাগর, শেখ আব্দুল মান্নান, কে. এম. শরীফ, গোলাম ছামদামী জনি, বাবুল দেবনাথ,কাজী মো. শাহ কামাল, যুবলীগ নেতা নজরুল ইসলাম সোহেল, দিদার, মনজু, দিপু প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি