Home জাতীয় সারাদেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ

সারাদেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমান ভোটার সংখ্যা দাড়ালো ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জনে। হালনাগাদে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

মঙ্গলবার (০২ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ভোটার তালিকা হালনাগাদের এ তথ্য প্রকাশ করে।

হালনাগাদ তথ্যে জানা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন। দেশে বর্তমানে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটারের সংখ্যা ৪৪১ জন।

মৃত্যুজনিত কারণে বাদ দেওয়া হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। নতুন অন্তর্ভুক্তি হয়েছে অর্থাৎ নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।