মো. মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) থেকে: জাতীয় ভোটার দিবস ২০২২ উপলক্ষে বুধবার (২মার্চ) সকাল ১০টায় এক র্যালী বের করা হয়। র্যালী শেষে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাসের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী। বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম (কামাল), ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম (আলমগীর), রামগড় থানার(ওসি) মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন, শহর সমাজ সেবা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার আন্জুমান আরা আন্জুম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রাশেদ চৌধুরী, উপজেলা পরিষদের নারী সদস্য ও পৌর ৪.৫.৬.নং ওয়ার্ড কাউন্সিলর মিস কনিকা বডুয়া, ৪নং পৌর কাউন্সিলর আহসান উল্লাহ, আনসার ও ভিডিপি,কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা মিসেস শাপলা আক্তার সাংবাদিক নিজাম উদ্দিন (লাভলু), সাংবাদিক রতন ত্রিপুরা প্রমুখ।
এছাড়াও সভায় রামগড় উপজেলার সরকারি বেসরকারি ,শিক্ষা প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী ও উপজেলার ভোটার বৃন্দ উপস্থিত ছিলেন।