Home First Lead নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল

নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিসুর রহমান।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আনিসুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালুর পরেই তফসিল ঘোষণা করা হবে।

যদিও সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়ে ছিলেন আগামী অক্টোবরে দ্বাদশ ভোটের তফসিল ঘোষণা করা হবে।

এদিকে, তফসিল ঘোষণা নিয়ে সাংবিধানক সংস্থাটির দুই কমিশনারের বক্তব্য ভিন্ন হলেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট আয়োজনের তারিখের বিষয়ে দুজনের একই বক্তব্য।

কাজী হাবিবুল আউয়াল কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ সপ্তাহ বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা রয়েছে।

সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে কমিশন তফসিল ঘোষণা করে থাকে জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই সময় ধরে যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।’

আইন সংশোধনের জন্য পর্যাপ্ত সময় না থাকায় আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ থাকবে বলে জানান এই কমিশনার।

দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগব্যবস্থা ভালো, সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানান তিনি।

সংলাপের জন্য কোনো রাজনৈতিক দলকে ডাকা হবে না জানিয়ে এই কমিশনার বলেন, ‘না, আমরা আর ডাকব না। আমরা ডেকেছিলাম তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিবিদদের হাতেই থাকুক।’