Home Second Lead ‘ভ্যাটের হয়রানি’ থেকে পরিত্রাণ চান স্বর্ণ ব্যবসায়ীরা

‘ভ্যাটের হয়রানি’ থেকে পরিত্রাণ চান স্বর্ণ ব্যবসায়ীরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: স্বর্ণ ব্যবসায়ীরা ‘ভ্যাটের হয়রানি’ থেকে পরিত্রাণ এবং অলংকার তৈরির জন্য ঢাকা-চট্টগ্রামে বৈধ স্বর্ণ নিয়ে অবাধে যাতায়াত করতে চান।

রবিবার ( ৬ নভেম্বর ) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি, চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মৃনাল কান্তি ধর অভিযোগ করেন যে স্বর্ণ ব্যবসায়ীরা ভ্যাট কর্তৃপক্ষের হয়রানির শিকার হচ্ছেন। তাদেরকে নাজেহাল করা হচ্ছে। তাতে অধিকতর বিপাকে প্রত্যন্ত অঞ্চলের স্বর্ণ ব্যবসায়ীরা। লকডাউনের পর যখন দোকান খোলা হয়, তখন গিয়ে উপস্থিত ভ্যাট কর্মকর্তারা। দু’মাস ভ্যাট পরিশোধ করা হয়নি অজুহাতে গণহারে জরিমানা আদায় করা হয়। বিভিন্ন দোকান মালিককে ভ্যাটে অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয়। সমিতি নেতৃবৃন্দ এরপর সমস্যাটি নিয়ে ভ্যাট কমিশনারের সাথে কয়েক দফায় বৈঠক করেছেন। এরপর ইএফডি বসানো হয়। এরপরও হয়রানি বন্ধ হয়নি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের স্বর্ণ মেলায় ব্যবসায়ীরা স্বর্ণ বৈধ করেছেন ভ্যাট পরিশোধ করে। যেসব ব্যবসায়ী ৫০/১০০ ভরি স্বর্ণ ভ্যাট পরিশোধ করে বৈধ করেছেন এবং তার ডকুমেন্টস রয়েছে তা নিয়ে ঢাকা ও চট্টগ্রামে যাতায়াত করতে চান অলংকার তৈরির জন্য। এক্ষেত্রে কোন কর্তৃপক্ষ যাতে হয়রানি না করে তার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সহসভাপতি সীদুল কান্তি ধর, সহসভাপতি প্রনব সাহা ,  হারাধন মহাজন (যুগ্ম সম্পাদক), হাজী নুরুল হক (যুগ্ম সম্পাদক), স্পপন ধর, সুকুমার দে, খোকন দে, শম্ভু ধর প্রমুখ।