Home চেম্বার ভ্যাট নয়, রাজস্ব আয় বৃদ্ধিতে অন্য কোন ব্যবস্থা নিন: যশোর চেম্বার

ভ্যাট নয়, রাজস্ব আয় বৃদ্ধিতে অন্য কোন ব্যবস্থা নিন: যশোর চেম্বার

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সভাপতি মিজানুর রহমান খান। ছবি সংগৃহীত

‘আমরা নিয়মিত ভ্যাট দিচ্ছি, আমাদের ঘাড়ের উপর ভ্যাটের বোঝা আর বাড়াবেন না।’

‘উচ্চ মূল্যস্ফীতি জনগণের জন্য চাপ সৃষ্টি করেছে। এর ওপর ভ্যাট বৃদ্ধির ফলে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। রাজস্ব আয় বৃদ্ধিতে অন্য কোনো ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ী রয়েছেন যারা ভ্যাট দেন না। কিন্তু তাদের ভ্যাট দেওয়ার সক্ষমতা রয়েছে। সরকার তাদের কাছ থেকে ভ্যাট আদায়ের ব্যবস্থা করতে পারে। এতে করে ভোক্তার উপর তেমন প্রভাব পড়বে না’

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: সরকারের সাম্প্রতিক ভ্যাট বৃদ্ধি অযৌক্তিক দাবি করে যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, ‘আমরা নিয়মিত ভ্যাট দিচ্ছি, আমাদের ঘাড়ের উপর ভ্যাটের বোঝা আর বাড়াবেন না।’

চেম্বার কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতি জনগণের জন্য চাপ সৃষ্টি করেছে। এর ওপর ভ্যাট বৃদ্ধির ফলে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। রাজস্ব আয় বৃদ্ধিতে অন্য কোনো ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ী রয়েছেন যারা ভ্যাট দেন না। কিন্তু তাদের ভ্যাট দেওয়ার সক্ষমতা রয়েছে। সরকার তাদের কাছ থেকে ভ্যাট আদায়ের ব্যবস্থা করতে পারে। এতে করে ভোক্তার উপর তেমন প্রভাব পড়বে না’ বলে তিনি মন্তব্য করেন।

তিনি সরকারকেেউদ্দেশ্য করে বলেন, দেশে অসংখ্য ব্যবসায়ী রয়েছেন যাদের ভ্যাট দেয়ার সক্ষমতা রয়েছে। কিন্তু তারা ভ্যাটের আওতায় নেই। তাদেরকে ভ্যাটের আওতায় এনে দেশকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যান।

এসময় চেম্বারের নেতারা দাবি করেন, ভ্যাট বৃদ্ধির এ সিদ্ধান্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে নেয়ার ফল। এতে দেশের অর্থনৈতিক নীতি প্রণয়নের স্বাধীনতা খর্ব হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, এখন মোবাইল রিচার্জ ও ইন্টারনেট ব্যবহারে কর বেড়ে গেছে। আপেল, কমলা ও মাল্টার ওপর করভার বেড়েছে ১৫ টাকা। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের করভার বেড়েছে ৭ টাকা। এমনকি এক প্যাকেট ফ্রেসিয়াল টিস্যুর কর চার টাকা বেড়ে ৭-৮ টাকা দাঁড়িয়েছে।
ব্যবসায়ীরা ভ্যাট বৃদ্ধির এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান। পাশাপাশি, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহন এবং অর্থনৈতিক নীতির স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক মকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু, ব্যবসায়ী নেতা সঞ্জয় চৌধুরী, এস কে আজাদ প্রমুখ।