Home Third Lead ভ্যালেন্টাইন্স ডে: বেস্ট দেখাতে কি পরবেন

ভ্যালেন্টাইন্স ডে: বেস্ট দেখাতে কি পরবেন

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভ্যালেন্টাইনস ডে দোরগোড়ায়। এদিন নিজেকে বেস্ট দেখাতে মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরা কীভাবে, কী পোশাকে  নিজেদের সাজাতে পারে, তার কয়েকটি টিপস ।

জ্যাকেট

যেহেতু এই সময় শীতের আমেজ থাকে, তাই শীতের পোশাক সঙ্গে থাকা মাস্ট। আর শীতের পোশাকের সঙ্গেই স্টাইলিং করে পোশাক বেছে নিতে হবে। এক্ষেত্রে ফ্যাশানেবল কোনও জ্যাকেট পরা যেতে পারে যেকোনও বটমের সঙ্গে। অবশ্যই বটম যেন মানানসই হয়। হতে পারে, সিনেমার দৃশ্যের মতো আপনিও শীতে কাঁপতে থাকা প্রেমিকাকে জ্যাকেট পরিয়ে দিলেন ডেটে গিয়ে।

 

স্লিম ফিটের সঙ্গে ডেনিম শার্টডেনিম শার্ট প্রায় সবার কাছে থাকে। তাই বাড়তি না ভেবে একদম ক্যাসুয়াল একটা স্লিম ফিট ট্রাউজার সঙ্গে ডেনিম শার্ট পরা যেতে পারে। ডেনিম শার্টে একদম একটা বয়িশ লুক আসে যা পছন্দ হতে পারে প্রেমিকার।স্প্ল্যাশ কালারের সঙ্গে ক্যাসুয়াল

যে কোনও পোশাক  তখনই ভালো লাগে যখন সেই পোশাক কমফর্টেবল হয়। পোশাক যদি অস্বস্তির কারণ হয় তা হলে তাতে ভালো কখনই লাগে না এবং তা বোঝাও যায়। তাই যে পোশাকই পরা হোক না কেন তা যাতে কমফর্টেবল হয় সেদিনে নজর দিতে হবে। এক্ষেত্রে ক্যাসুয়াল পরা যেতে পারে। একটু ফাঙ্কি ও অন্যরকম লুক দেওয়ার জন্য এর সঙ্গে স্প্ল্যাশ কালারের টপ পরা যেতে পারে। বা ক্যাসুয়ালই একটু অন্য ধরনের রঙের পরা যেতে পারে।

ব্লেজার

মাচো লুকের জন্য ব্লেজার পারফেক্ট। ফরম্যাল অ্যাপিয়ারেন্সের জন্য ব্লেজার পরা যেতে পারে। যদি জানা থাকে সঙ্গী দুর্দান্ত সেজে আসবে, গাউন পরবে তা হলে সঙ্গে ব্লেজার বেশ মানাবে।

 

বাটন ডাউন

শার্টের লুক মেয়েরা পছন্দ করে অনেক বেশি। তাই বিশেষ দিনে শার্টই যদি একটু অন্যরকম করে পরা যায় তা হলে মন্দ হয় না। একটু শার্টের স্লিভ রোল করে এবং কলার অন্যরকম করে পরা যেতেই পারে। সঙ্গে কমফর্টেবল হলে খোলা রাখা যায় কয়েকটা বোতাম।

যে কোনও পোশাকের সঙ্গে অবশ্যই মানানসই অ্যাকসেসরিজ মাস্ট। খেয়াল রাখতে হবে জুতো ও হেয়ার স্টাইলের দিকেও। দিনের বেলা ডেটে গেলে হালকা রঙ পরলে ভালো লাগবে, রাতে ডেটে গেলে যে কোনও রঙই পারফেক্ট লাগবে।