Home পর্যটন ভ্রমণপিপাসুদের আকর্ষণ পদ্মছড়া লেক

ভ্রমণপিপাসুদের আকর্ষণ পদ্মছড়া লেক

পদ্মছড়া লেক। ছবি: সংগৃহীত

তিমির বনিক

মৌলভীবাজার: সুনীল আকাশের দিগন্তজুড়ে নয়নাভিরাম সবুজ সবুজে ঢাকা মায়াবী প্রকৃতি আর মাঝে স্বচ্ছ জল বয়ে যাওয়া লেক। এ এক অপার সৌন্দর্যের লীলাভূমি। নাম ‘পদ্মছড়া চা-বাগান লেক’।

চারদিকে সবুজ পাহাড় আর পাহাড়। উঁচু-নিচু টিলার সমাহার। সবুজের নান্দনিকতা, ঘেরা পাহাড় ও বনাঞ্চল পরিবেষ্টিত নদী, ছড়া, ঝর্ণা ও জলপ্রপাত সৌন্দর্য আর প্রাচুর্যের যেন এতটুকু কৃপণতা নেই। এখানকার প্রকৃতিতে পদ্মছড়ার দিগন্ত জুড়ে বিছানো সবুজের গালিচা যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। চায়ের দেশ মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এই প্রকৃতির রানী “পদ্মছড়া লেকে’র অবস্থান।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা হয়ে উঠেছে সম্ভবনাময় উপজেলায়। নানা ধর্ম বর্ণ ও বৈচিত্র্যময় ভাষাভাষীর মানুষের বাস এখানে। প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত এ অঞ্চলে বসবাসকারী নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে ধর্মীয় সৌহার্দপূর্ণ সহাবস্থানের নজির রয়েছে সুদীর্ঘকালের । এর পাশাপাশি লাউয়াছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জকে প্রকৃতির জীবন্ত জাদুঘর এর রূপ দিয়েছে। পর্যটন খাতে অপার সম্ভাবনাময় কমলগঞ্জকে সঠিক ভাবে উন্মুক্ত করা সম্ভব হয়নি। ফলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আমাদের লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। পদ্মছড়া লেক তেমনি একটি সৌন্দর্যের ভ্রমন পিপাসুদের খোরাক। যা অনেকেরই কাছেই অজানাই রয়ে গেছে।

কমলগঞ্জের অপরূপ এই লেকটি চটুল পর্যটকরা ধীরে ধীরে আবিষ্কার করতে শুরু করেছে। সার্চ ইঞ্জিন গুগলে লেকটি খুঁজতে শুরু করে দিয়েছেন। ধীরে ধীরে পদ্মছড়া লেক ভ্রমন পিপাসুদের মনোযোগ আকর্ষণ করছে। আত্মীয় পরিজন, বন্ধু- বান্ধব বা দল বেঁধে অনেকে স্বচ্ছ লেকের সৌন্দর্য উপভোগ করছেন। পাহাড়ের বুকে নিজের অস্তিত্ব জানান দিতে এর থেকে ভাল উপায় কি হতে পারে?

এখন যা দরকার তা হলো লেকটি পর্যটকদের আকর্ষণীয় ভাবে তুলে ধরতে প্রয়োজনীয় সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা। কিছু অবকাঠামো তৈরি করা। বিশেষ করে বর্ষা মৌসুমে পর্যটকদের চলাচল নিশ্চিত করে সড়ক সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করা। এরিমধ্যে পদ্মছড়া লেকটিকে আরো দৃষ্টিনন্দন করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও চা বাগান কর্তৃপক্ষের উদ্যোগে কৃষ্ণচূড়াসহ নানা প্রজাতীর বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।
‘আসলেই সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে যেন দাঁড়িয়ে আছে এই লেকটি। চারিদিকে সবুজের সমারোহ এই সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে’।
‘পর্যটনের অপার সম্ভাবনাময় পদ্মছড়া লেকটি যথাযথ পরিকল্পনা নিয়ে কাজ করলে দেশ বিদেশের অনেক পর্যটক আসবে। এতে স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি সরকার এর থেকে প্রচুর রাজস্ব আয় করতে পারবে। যা জাতীয় অর্থনীতিতে ভুমিকা রাখতে পারে’।
মাধবপুর চা বাগানের বাবু (স্টাফ) মোস্তাফিজুর রহমান রাসেল জানান, পর্যটকদের দৃষ্টি আকর্ষণে পদ্মছড়া লেক একটি নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোতাহের আলী বলেন, ‘পদ্মছড়া চা-বাগানের লেকে অনেক পর্যটক আসছেন তাই লেকটিকে আরও দৃষ্টিনন্দন করতে বৃক্ষ রোপণ কর্মসূচী হাতে নিয়েছি’। তার মতে পদ্মছড়া কমলগঞ্জকে দেশের পর্যটন শিল্পে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কিভাবে আসবেন পদ্মছড়া লেকেঃ
দেশের যেকোনো প্রান্ত থেকে বাস, ট্রেনে আসা যায়। ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর বাস বা ট্রেনে আসলে নামতে হবে শ্রীমঙ্গল, ভানুগাছ বা শমসেরনগর রেলওয়ে স্টেশনে। সব ট্রেন ভানুগাছ বা শমসেরনগর যাত্রাবিরতি করে না। এজন্য শ্রীমঙ্গল এসে নামতে পারেন।শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে কমলগঞ্জ এর বাস ও সিএনজি অটোরিকশা পাওয়া যায়। কমলগঞ্জ নেমে আবারও সিএনজি অটোরিকশা নিয়ে সহজেই যেতে পারেন ‘পদ্মছড়া লেক’ এ।