বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মাস্কাট (ওমান) : এখানে অবস্থিত বাংলাদেশ স্কুল ভয়াবহ আর্থিক সংকটে। প্রশাসনিক খরচ নির্বাহ এবং শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ সোশ্যাল ক্লাব পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ দুতাবাসের হস্তক্ষেপ প্রত্যাশা করেছে। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে ক্লাব উল্লেখ করেছে যে আয় কমে যাওয়ায়া স্কুলের ফান্ড শূণ্যের কোটায়। চলমান লকডাউনে অভিভাবকরা আর্থিক সমস্যায়। টিউশন ফি পরিশোধ করতে পারছে না। স্কুল তাতে মহাসংকটে।
সংকট উত্তরণে ও স্কুল এর ভবিষ্যৎ নির্ধারণে বোর্ড চেয়ারম্যান, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ এবং বিত্তশালীদের সহযোগিতার আহ্বান জানানো হয়।
কোমল মতি ছেলেমেয়েদের ভবিষ্যৎ বিনির্মাণে স্কুল প্রতিষ্ঠায় সোশ্যাল ক্লাবের মুখ্য ভূমিকা ছিল।চলমান সংকটেও ক্লাব নিজ অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা করছে। ক্লাবের সিনিয়র কর্মকর্তারা স্কুল কর্তৃপক্ষ ও দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে।
সোশ্যাল ক্লাব মনে করে দুতাবাসের জরুরিভিত্তিক হস্তক্ষেপে স্কুলটি রক্ষা পেতে পারে ধ্বংসের হাত থেকে।