বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানীর নয়াপল্টনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজায় দলের নেতাকর্মীদের ঢল নামে। বিপুল সংখ্যক নেতাকর্মী জানাজায় অংশ নেন।
এসময় বিএনপির পক্ষ থেকে মওদুদ আহমদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা।
সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, মো. শাহজাহান চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানি, ব্যারিস্টার সারোয়ার হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল সোয়া ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় মওদুদ আহমদের মরদেহ। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে মরদেহ নেয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।