বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সাতকানিয়া ( চট্টগ্রাম ): প্রখ্যাত আলেমে দ্বীন সাতকানিয়া মাহমুদুল উলুম মাদরাসার সাবেক অধ্যক্ষ, দেওদীঘি কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম মওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আজ মঙ্গলবার সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন।
বুধবার সকাল ১০টায় বাবুনগর প্রাইমারী স্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কমকর্তা মাওলানা ড. সাদিক হোসেন এবং লাহোর জামিয়া আশরাফিয়ার উস্তাদমাওলানা জাহিদ হোসেন-এর পিতা মওলানা হাবিবুল্লাহ।
মরহুমের রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।