Home Second Lead মওসুমের প্রথম চা নিলাম ১৩ মে

মওসুমের প্রথম চা নিলাম ১৩ মে

চট্টগ্রাম চা নিলাম। ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: মওসুমের প্রথম চা নিলাম আগামী ১৩ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২০-২১ নিলাম বর্ষের পূর্ণাঙ্গ সূচি শিগগির প্রকাশ করা হবে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আপাতত দু’টি নিলাম পরিচালনা করতে বলা হয়েছে। প্রথম নিলামটি হবে ১৩ মে এবং দ্বিতীয় নিলামটি ১৯ মে চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যবিধি মেনে নিলাম দু’টি পরিচালনা করতে বলা হয়েছে। নিলাম শুরুর আগে এবং পরে অকশন হাউস জীবানুনাশক স্প্রে দিয়ে পরিশোধন করে নিতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কমপক্ষে ৭ ফুট পরপর বসার ব্যবস্থা করতে হবে। আর এভাবে বসার ব্যবস্থা করতে গিয়ে যদি জায়গা সংকুলান না হয় তাহলে বড় কোন হলরুমে নিলাম কেন্দ্র শিফট করতে হবে। আর নিলাম চলাকালে কেবল অপরিহার্য জনবলের উপস্থিতি নিশ্চিত রাখতে হবে।

গত মওসুমে নির্ধারিত নিলাম ছিল ৪৫টি। এর ৩৪টি চট্টগ্রামে এবং ১১টি শ্রীমঙ্গলে। রেকর্ড উৎপাদনের কারণে অফারিং বেড়ে যাওয়ায় দু’টি নিলাম বাড়ানো হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে টি সেলস কো অর্ডিনেশন কমিটির সিদ্ধান্তে সে দু’টি নিলাম আর হয়নি পরবর্তীতে। সেই নিলামের জন্য ক্যাটালগভুক্ত চা আউট লটে বিক্রির অনুমোদন দেয় চা বোর্ড।

২০১৯ সালে ৯ কোটি ৬০ লাখ কেজি চা ‍উৎপাদিত হয়েছে।