Home তথ্য প্রযুক্তি মঙ্গলগ্রহে হেলিকপ্টার ওড়ালো নাসা

মঙ্গলগ্রহে হেলিকপ্টার ওড়ালো নাসা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

মঙ্গলগ্রহে সফলতার সঙ্গে ছোট হেলিকপ্টার উড়িয়েছে আমেরিকান মহাকাশ সংস্থা নাসা।

ইনজেনুইটি নামের ড্রোনটি এক মিনিটেরও কম সময় মঙ্গলের আকাশে ওড়ে। তারপরও এই সফলতা উদযাপনের কারণ হিসেবে নাসা বলছে, অন্য দুনিয়ায় প্রথম নিয়ন্ত্রিত ফ্লাইট পরিচালনা সম্ভব হয়েছে।

স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গল গ্রহে হেলিকপ্টার ওড়ার খবর পৃথিবীতে পৌঁছেছে। নাসা বলছে সামনের দিনগুলোতে আরও বেশি অত্যাধুনিক ফ্লাইট মঙ্গল গ্রহে চালানো হবে।

গত ফেব্রুয়ারিতে মঙ্গলের মাটিতে অবতরণ করে নাসার পারসেভারেন্স রোভার। আর এর পেটের মধ্যে করে হেলিকপ্টারটি সেখানে নিয়ে যাওয়া হয়। ইনজেনুইটি হেলিকপ্টারকে আরও উঁচুতে ওড়ার নির্দেশনা দেওয়া রয়েছে। আর প্রকৌশলীরা এই প্রযুক্তির চূড়ান্ত সীমা পরীক্ষা করে দেখতে চান।