Home Second Lead মজুত যথেষ্ট, মূল্যবৃদ্ধির আশংকা নেই : চিটাগাং চেম্বার

মজুত যথেষ্ট, মূল্যবৃদ্ধির আশংকা নেই : চিটাগাং চেম্বার

ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই মূল্যবৃদ্ধির কোন আশংকা নেই।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা উল্লেখ করে বলেন, গত কয়েক দিন যাবৎ কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের মধ্যে নিত্য প্রয়োজনের তুলনায় কিছুটা বেশি পরিমাণে ভোগ্যপণ্য ক্রয়ের প্রবণতা দেখা যাচ্ছে যা একবারেই অপ্রয়োজনীয়।  রমজান মাসকে সামনে রেখে ইতোমধ্যে দেশে সব ধরনের ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে। এছাড়া আমদানি অব্যাহত থাকায় পাইপ লাইনে অনেক পণ্য আছে। তাই অদূর ভবিষ্যতে কোন পণ্যের সংকট সৃষ্টি হওয়া বা দ্রব্যমূল্য বৃদ্ধির কোন আশংকা নেই।

এ প্রেক্ষিতে জনসাধারণকে অহেতুক অতিরিক্ত পণ্য ক্রয় করা থেকে বিরত থাকা, সংশ্লিষ্ট ব্যবসায়ী কর্তৃক কোন ধরনের পণ্যের দাম বৃদ্ধি না করা,  মজুদদারী না করা এবং ভোগ্যপণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। বিভিন্ন এসোসিয়েশন ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ডওয়াশ, প্রয়োজনীয় ঔষধপত্র ও ভোগ্যপণ্যের কোন ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং মূল্য ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান চেম্বার সভাপতি।  -সংবাদ বিজ্ঞপ্তি