নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদের অভিযোগে ১ জনকে অর্থদন্ড
চাঁপাইনবাবগঞ্জ থেকে বদিউজ্জামান রাজাবাবু : শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য উদ্ধার ও অবৈধভাবে মজুদের দায়ে ১ জনকে অর্থদন্ড করা হয়েছে।
আসন্ন রমজান মাসে অতিরিক্ত মুনাফা লুটতে ও সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে কানসাট বাজারের মৃত সাবুর উদ্দিনের ছেলে মুদি দোকানি মোঃ খায়রুল ইসলাম অনেক দিন ধরে চিনি, ভোজ্য তেল, চাল, ডাল মজুদ করায়
একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানার নেতৃত্বে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের সহযোগীতায় বর্ণিত খাইরুল ইসলামের মালিকানাধীন গোডাউনে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
২৩ মার্চ রাত ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত টাস্কফোর্স পরিচালিত অভিযানে গোডাউনে অবৈধভাবে চিনিসহ অন্যান্য নিত্য পণ্য (৬০০ বস্তা চাল, ২৬২ বস্তা চিনি, ৮০ বস্তা ডাল, ৯০ বস্তা আটা এবং ২৫০০ লিটার সয়াবিন তেল) মজুদের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত খাইরুল ইসলামকে কৃষি পণ্য আইন ২০১৮ এর ১৯ (ক) ধারায় অপরাধের জন্য বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।