Home Third Lead মণিপুরীদের মহারাসলীলা মহোৎসব শুরু

মণিপুরীদের মহারাসলীলা মহোৎসব শুরু

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব“মহারাসলীলা” বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব শুক্রবার  (১৯ নভেম্বর ) অনুষ্ঠিত হচ্ছে। তুমুল হৈ চৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ শ্রীকৃষ্ণ ও সখি রাধারলীলাকে ঘিরে এ দিন পালিত হয়। উৎসবকে কেন্দ্র করে মাধবপুর ও আদমপুরে মণিপুরী অধ্যুষিত গ্রামের পাড়ায় পাড়ায় এখন রাস উৎসবের আমেজের ভরপুর। মণিপুরী পল্লীর বাড়ির উঠোনে ছেলেমেয়েদের নাচ, রাসনৃত্য, রাখালনৃত্যের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

আয়োজকরা জানান, রাস উৎসবকে সফল করতে প্রায় একমাস ধরে ছয়টি বাড়িতে রাসনৃত্য এবং রাখালনৃত্যের প্রশিক্ষণ ও মহড়া চলছে। ৩টিতে রাসনৃত্য ও ৩টিতে রাখাল নৃত্য। মাধবপুরে ৩টি জোড়া মন্ডপের আওতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একেকটি মন্ডপে একজন পুরোহিত রয়েছেন। একজন প্রশিক্ষক ধর্মীয় বিধিবিধান মতো গোপী বা শিল্পীদের প্রশিক্ষণ দেন। গোপীবেশী শিল্পীদের বয়স ১৬ থেকে ২২ বছর। শুধুমাত্র রাধার বয়স ৫ থেকে ৬ বছর। নৃত্যের প্রতিটি দলে ন্যুনতম ১২ জন অংশ নিয়ে থাকে। একইভাবে রাখাল নৃত্যেরও প্রতিটি দলে ২০ থেকে ২২ জন ১৪ থেকে ১৫ বছর বয়সী বালক অংশ নিয়ে থাকে।

মাধবপুর জোড় মন্ডপে ১৭৯ তম রাস উৎসব। মাধবপুরের রাসমেলার আয়োজক হচ্ছে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ। মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়। উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মন্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা।

অন্যদিকে আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায় আয়োজন করছে ৩৯তম পৃথক রাস উৎসব। মণিপুরী বিষ্ণুপ্রিয়া ও মণিপুরী মৈতৈ এরা আলাদা স্থানে আয়োজন করলেও উৎসবের অন্ত:স্রোত, রসের কথা, আনন্দ-প্রার্থণা সবই একই। উৎসবের ভেতরের কথা হচ্ছে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্যসুন্দর মানবপ্রেম। মাধবপুর মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, রাসোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে উৎসবের আমেজ চলছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে এবারের রাসোৎসব হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ও থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নিরাপত্তায় পুলিশের তিন স্তরের ব্যবস্থা থাকবে। এবছর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিাধ মেনে ধর্মীয় বিধিবিধান মেনে মণিপুরী রাসলীলা হবে।