বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারি বৃষ্টিপাতের জেরে সউদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দার মরুভূমি এখন সবুজে ঢেকেছে। সউদি আরবের ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন ডেভেলপমেন্ট অ্যান্ড কম্ব্যাটিং ডেসার্টিফিকেশন এক তথ্যে জানায়, বিগত ৫ মাসে মদিনা অঞ্চলের সবুজ গাছপালা ৩৬০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মদিনার মরুভূমির বিশাল অঞ্চল ছেয়ে গেছে গাছপালায়। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, বিস্তীর্ণ পাহাড়-পর্বতজুড়ে সবুজের সমারোহ। মরু অঞ্চলের এমন পরিবর্তনকে ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা।
স্থানীয়রাও নতুন এই পরিবর্তনকে বেশ উপভোগ করছেন। মদিনা নগরীর পাশাপাশি জেদ্দার বেশকিছু অঞ্চল ছেয়ে গেছে গাছপালায়। ধূ-ধূ বালুর রাজ্যের এই অভূতপূর্ব পরিবর্তন টের পাওয়া যাচ্ছে মহাশূন্য থেকেও। কীভাবে ধূসর মরুভূমি আর পাহাড়-পর্বত ঢেকে গেছে সবুজের সমারোহে, সেই ছবি ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে।
অল্প সময়ের ব্যবধানে পরিবর্তনের সেই পার্থক্যটাও স্পষ্ট। রিমোট সেন্সিং ডাটা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ২০২৩ সালের আগস্টে মদিনার সবুজ এলাকা ছিল ২,৮৬৩ বর্গকিমি। তবে লাগাতার ভারী বৃষ্টিপাতের কারণে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মদিনার সবুজ এলাকা বেড়ে হয় ১৩,১৯৪ বর্গকিমি. যা সমগ্র অঞ্চলের প্রায় ৮.৭ শতাংশ।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকেই দফায় দফায় ভারি বৃষ্টি হচ্ছে সউদি আরবে। অনেকেই বলছেন, এমন বর্ষণের ফলেই আরবের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে জন্ম নিয়েছে গাছপালা। বেশকয়েক বছর ধরেই, মরুভূমিতে সবুজায়নের নানা উদ্যোগ নিচ্ছে সউদি সরকার। কৃত্রিম পদ্ধতিতে বালুকণা-যুক্ত মাটির উর্বরতা বাড়ানোর চেষ্টা চলছে, অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতিতে গাছপালাও লাগানো হয়েছে।