Home Third Lead সাগরদাঁড়িতে শুরু হলো মধুমেলা

সাগরদাঁড়িতে শুরু হলো মধুমেলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে বাংলা সাহিত্যে আলো ছড়িয়েছে। মাইকেলকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। বাংলা সাহিত্যে তিনি যে অপরূপ সৃষ্টি করেছেন তা এখন আমরা অনুভব করতে পেরেছি।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাগরদাঁড়িতে মহাকবির নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার বিষয়ে শিক্ষামন্ত্রীকে অবহিত করা হবে।

যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এমপি শাহীন চাকলাদার ও ডাক্তার নাসির উদ্দীন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেশবপুর থানার ওসি মফিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত।
অনুষ্ঠানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মেলার প্রথম দিনেই মধুপল্লী, কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পার, বিদায় ঘাট, বুড়ো কাঠবাদাম গাছতলাসহ মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে কৃষিমেলা দর্শনার্থীদের কাছে মধুমেলায় আকর্ষণীয় হয়ে ওঠে। মেলার মাঠে ড্রাগন ট্রেন ও নাগরদোলায় শিশুরা আনন্দে মেতে থাকে। গ্রামীণ পসরাগুলোতে বিভিন্ন বয়সী মানুষের মালামাল কিনতে দেখা যায়।

মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।
যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী এ মধুমেলা অনুষ্ঠিত হবে।