Home Second Lead মধ্যপ্রাচ্যে উত্তেজনা: গরম হচ্ছে স্বর্ণের বাজার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: গরম হচ্ছে স্বর্ণের বাজার

স্বর্ণের দাম বাড়ছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার। আগামীকাল রবিবার ৫ জানুয়ারি থেকে ভরিতে দাম বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) জানিয়েছে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে স্বর্ণের ভরিতে বাড়তি দর কার্যকর হবে।

প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে ৬০ হাজার ৩৬১ টাকা , ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪০ হাজার ২৪০ টাকা করে বিক্রি হবে।

বাজুস বলছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এ দর বাড়ানো হয়েছে।

তবে শুধু বাংলাদেশের বাজারে নয়, সোনার দাম বেড়েছে বিশ্ব জুড়েই। আমেরিকার ড্রোন আক্রমণে ইরানের সেনা-কর্তার মৃত্যুকে ঘিরে রাজনৈতিক আবহাওয়া ঘোরালো হতেই এ দিন বিশ্ব বাজারে সোনার দাম এক লাফে ১ শতাংশেরও বেশি বেড়ে যায়।

কলকাতায় ৪০ হাজার টাকা ছাড়িয়েছে দাম। শুক্রবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আগের দিনের থেকে ৮৪৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪০,৫১০ টাকা। এর আগে এত বেশি দামে কখনও সোনা বিকোয়নি কলকাতায়।

দোকানে গিয়ে সোনা কেনার সময় অবশ্য আরও খানিকটা গাঁটের কড়ি খসাতে হবে। কারণ, এই দামের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি। ফলে মোট দাম ৪১ হাজার টাকা পেরিয়ে যাবে। এ দিন কলকাতায় ১০ গ্রাম গয়নার সোনার দাম ছিল ৩৮,৪৩৫ টাকা। বৃহস্পতিবারের থেকে ৮০৫ টাকা বেশি।

কলকাতার বুলিয়ন মার্চেন্ট হর্ষদ অজমেঢ়া বলেন, ‘‘আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ খুব শীঘ্রই সুদের হার কমাতে পারে বলে খবর। সেটা হলে সোনায় লগ্নি দ্রুত বাড়বে। ফলে দামও বাড়বে।’’