ঢাকা: বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সাহিত্যিক মনজুরে মওলা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলা একাডেমির উপ-পরিচালক সরকার আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মনজুরে মওলা বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। ডিসেম্বর মাসের শুরুর দিকে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছিল। পরে চলতি সপ্তাহে ফের নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।
মনজুরে মওলার মেয়ে রওশন তামান্নার বরাত দিয়ে তার পরিবারের নিকটজন মোস্তাফিজুর রহমান পারভেজ বলেন, ‘দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন।’
-বিজনেসটুডে২৪ ডেস্ক