বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ভোলা: ভোলার মনপুরার চরনিজামের পূর্বপাশের দুর্গম চরে আটকে আছে নাবিকবিহীন বিদেশি বার্জ ‘আল কুবতান’ । এতে ভেকু মেশিন, পাথর ভাঙার মেশিনসহ কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, নৌযানটির গায়ে ‘আল কুবতান’ লেখা রয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি কোম্পানির।বৃহস্পতিবার দুপুরের দিকে এটা ভাসতে ভাসতে চর নিজাম সংলগ্ন একটি ডুবো চরে আটকে যায়। এই সুযোগে ‘আল কুবতান’ থেকে ট্রলার করে বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে চরনিজাম ও ঢালচরের স্থানীয় বাসিন্দারা। নাবিকবিহীন বার্জটির ওপরের অংশ খোলা। এটা পাথর বোঝাই। একটি ভেকু মেশিন, পাথর ভাঙার মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। কোটির টাকার সম্পদ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানান।
বার্জটি ইঞ্জিনবিহীন। টাগবোট দিয়ে বার্জকে টেনে নেয়া হয়। ধারণা করা হচ্ছে বহির্নোঙ্গরে কোন জাহাজ থেকে পাথর লাইটারিংয়ে এটা নিয়োজিত ছিল। কোন কারণে সেটা টাগবোট থেকে বিচ্যূত হয়ে ভাসতে ভাসতে মনপুরায় পৌঁছে গেছে।
দুর্গম এলাকা ও সমুদ্র উত্তাল থাকায় বার্জটির হেফাজত নিতে দেরি হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আল নোমান।
এদিকে শুক্রবার সকালে আল কুবতানের তদারকি করতে চরমানিকা কোস্ট গার্ডের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান মনপুরার কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. আসলামুল হক।
এ ব্যাপারে মনপুরা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাশনের ইউএনও আল নোমান জানান, বার্জটির ব্যাপারে পদক্ষেপ নিতে বৃহস্পতিবার রাতেই কোস্টগার্ড ও নৌপুলিশকে অবহিত করি। দুর্গম সাগর পথ তাই হেফাজতে নিতে দেরি হচ্ছে। দ্রুত হেফাজতে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।